কুলাউড়ায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০১৫, ৬:৪৬ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
সারাদেশব্যাপী আইজিপি কাপ (অনুর্ধ-২১) কাবাডি প্রতিযোগিতার অংশ হিসেবে রোববার কুলাউড়ায় আন্ত: উপজেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ১০টায় কুলাউড়া স্বাধীনতা সৌধ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব প্রভাষক সিপার উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার জুনাইদ আলম সরকার, কুলাউড়া পৌরসভার মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভুকশিমইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
স্বাগত বক্তব্য রাখেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক মতিয়ার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।
খেলা পরিচালনা করেন, উপজেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক ও নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ এবং হামিদুর রহমান চৌধুরী মুরাদ।
উদ্বোধনী খেলায় ভুকশিমইল একাদশ ২৫-১৩ পয়েন্টে বরমচাল একাদশকে পরাজিত করে। একই দিন ৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৩টি ইউনিয়ন, ১টি পৌরসভাসহ ১৪টি টিম অংশগ্রহণ করছে। ৫ অক্টোবর প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডসহ সেমিফাইনাল এবং ৬ অক্টোবর বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।