মৌলভীবাজার জেলার শ্রেষ্ট নির্বাহী অফিসার কুলাউড়ার মোহাম্মদ নাজমুল হাসান
প্রকাশিত হয়েছে : ৪ অক্টোবর ২০১৫, ৮:২৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান।
গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা পরিষদে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারদের ভোটে সেরা অফিসার নির্বাচিত হন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোহাম্মদ নাজমুল হাসান কুলাউড়ায় যোগদান করেন। তিনি মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জনক। তার সহধর্মিনী ডা. নাজনিন সুলতানা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।