কুলাউড়ায় মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদসহ ১০ গুণী শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযুদ্ধের গবেষক, লেখক সাংবাদিক তাজুল মোহাম্মদ ও কুলাউড়া উপজেলার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত ১০ জন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গুণী শিক্ষকরা হলেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক মাসুক আহমদ চৌধুরী (মরণোত্তর) করবী রঞ্জন চক্রবর্তী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদ উল্লাহ, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মো. মাশুক, হিঙ্গাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাও. আব্দুর রহিম চৌধুরী, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল চন্দ্র দেব, গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার নজরুল ইসলাম মিটুপুরী, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মাও. হাবিবুর রহমান (মরণোত্তর)।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ ও অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক ও প্রবাসী কমিউনিটি নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এছাড়া লন্ডন বাংলা প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান নজরুল, আমেরিকা প্রবাসী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ রফিককে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সাংবাদিক মো. মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রেসকাবের সহ-সভাপতি দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি বাংলাভিশন জেলা প্রতিনিধি হুমায়েদ আলী শাহীন, জেলা প্রেস কাবের সাধারণ সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি এস এম উমেদ আলী, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সৈয়দ আকমল হোসেন নিপু, সাংবাদিক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক আনহার আহমদ শমসাদ, প্রেসকাবের অর্থ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কাদিপুর ইউপি চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ বাবুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক মন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপু, সাপ্তাহিক সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসকাবের সাবেক সভাপতি স্বপন কুমার দেব রতন, প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক সমিতির উপদেষ্টা আব্দুল বাছিত বাচ্চু, বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রভাষক মানজুরুল হক, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল খালিক, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমদ, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস ছালাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. নাজমুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, অবসরপ্রাপ্ত সহকারী পোস্ট মাস্টার জেনারেল মোজাম্মেল আহমদ প্রমুখ।