কবি রূহুল আমিন খান
হজ্ব এমন একটি ইবাদত যার সাথে শারিরীক ও আর্থিক কষ্ট জড়িত
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫, ৭:৩৭ পূর্বাহ্ণ
দৈনিক ইনকিলাবের নির্বাহি সম্পাদক ও মসজিদে গাউসুল আযমের খতিব মাওলানা কবি রূহুল আমিন খান বলেন, হজ্ব এমন একটি ইবাদত যার সাথে শারিরীক ও আর্থিক কষ্ট জড়িত। বায়তুল্লাহ শরীফ তাওয়াফ ও রাসুলের রওজা মোবারক জিয়ারতের জন্য আশিক মন উতলা থাকে। আশিকেরা জীবনের সবটুকু ভালবাসা উজাড় করে রাসূলের কদমে নিজেদের সালাম পেশ করে।
বর্তমান সময়ে মুসলমানদের ইমান আকীদা নিয়ে ওহাবী ও সালাফীরা গভীর যড়যন্ত্র করছে। রাসূলের মুহাব্বত থেকে মুসলমানদের বিচ্যুত করতে ওরা মাযহাবের ইমামদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। শরীয়তের প্রতিষ্ঠিত হুকুম আহকামকে অস্বীকার করতে শুরু করেছে। এদের থেকে সাবধান থাকতে হবে।
গত রোববার জমজম ট্রাভেলস ইউকে লি. এর উদ্যোগে বার্মিংহাম স্মলহিথ কমিউনিটি সেন্টারে হাজীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
হযরত সৈয়দ শাহ মোস্তফা আবাডিন জামে মসজিদের খতিব ও সাপ্তাহিক পূর্বদিকের প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আলাউর রহমান টিপু।
বক্তব্য রাখেন জমজম ট্রাভেলস এর পরিচালক শরীফুল হক, জুয়েল আহমদ চৌধুরী।
হাজীদের প্রশিণ প্রদান করেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান।
সভাপতির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেন, হজ্ব একজন মুসলমানের বহু কাঙ্ক্ষিত একটি ইবাদতের নাম। এর মাধ্যমে মুমিন হৃদয়ে প্রশান্তি আসে। হজের মাধ্যমে একজন ইবাদতের পরিপূর্ণতা লাভে ধন্য হোন। জমজম ট্রাভেলস এর সত্ত্বাধিকারী ও পরিচালকবৃন্দ সকলেই ফুলতলী মসলকের লোক। জমজম ট্রাভেলস শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে না। আল্লাহর বাড়ির মেহমানদের সঠিক ব্যবস্থাপনায় ও নিজস্ব তদারকিতে মক্কা ও মদিনা শরীফের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করানো হয়।