বড়লেখায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫, ২:০১ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার বিকেলে পুকুর থেকে আব্দুল আলিম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদে পুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউপি’র বাদে পুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র আব্দুল আলিম ২৭ জুলাই সোমবার রাতে স্থানীয় বাজার থেকে আনুমানিক সাড়ে ১০টায় বাড়ির দিকে রওয়ানা হয়। কিন্তু ওই রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর সন্ধান করতে গিয়ে পরদিন মঙ্গলবার দুপুরে পাশের বাড়ির খলিল উদ্দিনের পুকুরে তাঁর ভাসমান লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এদিন বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।