বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫, ১:৩৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় মৎস সপ্তাহ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি, পোনা মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানের সভাপতিত্বে ও মৎস্য অফিসের ক্ষেত্র-সহকারী ফেরদৌসি বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দে, ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান প্রমুখ।