বিলপারী ছাহেব কিবলাহ’র জানাজা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫, ৯:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, ওলিয়ে কামিল আল্লামা হাফিয নূরুল হক বিলপারী ছাহেব কিবলাহ’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর আড়াইটায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র কারী শাহ মো. সাদিকুর রহমান। জানাজায় দোয়া করেন আল্লামা হুছমউদ্দিন চৌধুরী ফুলতলী।
জানাজায় অংশগ্রহণ করেন ইছামতি কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুনাওয়ার আলী, সহসভাপতি মাওলানা সরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আকমল আলী, মাওলানা আব্দুস সুবহান জিহাদী, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসকির খান, মৌলভীবাজার আল ইসলাহর সভাপতি মুফতি মাওলানা শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইউনুছ আলী, প্রচার সম্পাদক মুফতি রুহুল আমীন, হবিগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা ফরিদ আহমদ, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নজমুল হুদা খান, নজির আহমদ হেলাল, বেলাল আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, এছাড়া আওয়ামীলীগ, বিএনপি, আল ইসলাহ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, ছাত্রদল ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে লক্ষাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
জানাযা শেষে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিজ গ্রাম বিলপারে বাদ আসর তাঁকে দাফন করা হয়। দাফন শেষে দোয়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
আল্লামা বিলপাড়ি ছাহেব কিবলাহ গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
উপমহাদেশের প্রখ্যাত এ বুযুর্গ মাস্টার আব্দুল ওয়াদুদ ছাহেবের খলিফা ছিলেন। পরবর্তীতে তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র) এর বায়ত গ্রহন করে তার নিকট থেকেও খেলাফতি পান।
তিনি ৩ কন্যা ও ৩ পুত্র সন্তান ও অসংখ্য গুনগ্রাহী, ভক্তবৃন্দ রেখে গেছেন।
তাঁর বর্ণাঢ্য জীবন ছিল আল্লাহ ও তার রাসূলের রাহে নিবেদিত। আজীবন শরীয়ত ও তরীকতের শিক্ষায় লাখো লাখো মানুষের অন্তরকে তিনি সিক্ত করে গেছেন।