মৌলভীবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫, ৮:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার এলাকা থেকে পেট্রোলবোমা , ককটেল, বিদেশি রিভলভার ও জিহাদী বইসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
আজ ২৫ জুলাই শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, নাশকতা সৃষ্টির জন্য এক দল দুষ্কৃতিকারী পরিকল্পনা করছে । এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে মৌলভীবাজারের সরকার বাজারের নিকট নাসিম নগর এতিম খানার পাশে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার সহ দুই জন দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে। তবে অন্য সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ৯ টি পেট্রোলবোমা, ২০টি ককটেল ও কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আটক নুরু আহমেদ ও কাছন মিয়া ও সরকার বাজার এলাকার বাসিন্দা। আটককৃত ও পলাতক সহযোগীরা জামায়াত শিবির ও জঙ্গি সংগঠনের সদস্য। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।