কুলাউড়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৫, ১২:১৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমাইল থেকে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল চারটার দিকে ভুকশিমাইল মাদ্রাসা সংলগ্ন সেতুর নিচ থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে কুলাউড়া উপজেলার ভুকশিমাইল মাদ্রাসা সংলগ্ন সেতুর নিচে একটি অর্ধগলিত লাশ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেল চারটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, লাশের পরিচয় শনাক্ত যায়নি। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর হাওরে ফেলে দেয়া হয়েছিল। পানির স্রোতে লাশটি ভেসে এসে সেতুর নিচে আটকে থাকে। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।