কমলগঞ্জের পাত্রকলা চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫, ৯:৫৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
আদালতে মামলা দায়ের করা নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানির পাত্রকলা চা বাগানে শ্রমিকরা গতকাল বুধবার কর্মবিরতি পালন করছে। পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে চা শ্রমিকরা বাগানের কারখানা ও অফিসের প্রধান ফটক তালাবদ্ধ করলে উপ-মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ চা বাগানের অফিস কর্মচারীরা সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরুদ্ধ ছিলেন।
চা শ্রমিকরা জানান, দু’দল শ্রমিকের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় তিন মাস আগে পাত্রকলা চা বাগানের বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে পাত্রকলা চা বাগান পঞ্চায়েত সভাপতি শিপন চক্রবর্তীর ঘর থেকে বের হয়ে একদল শ্রমিক প্রতাপ গড় নামের এক চা শ্রমিকের উপর হামলা চালালে সে গুরুতরভাবে আহত হয়। এ হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় প্রতাপ গড় সম্প্রতি মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পঞ্চায়েত সভাপতি শিপন চক্রবর্তীসহ হামলাকারীদের আসামী করা হয়। মঙ্গলবার বিকালে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদুল হক সরেজমিন তদন্ত করেন।
তবে পাত্রকলা চা বাগান ব্যবস্থাপক শামছুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলস্থ উপ পরিচা কের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠকে সমস্যার সাময়িক সমাধান হলে চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।