গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজন নিহত
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫, ৭:০১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নটরডেম কলেজের প্রথমবর্ষের ছাত্র মো. জাকির হোসেন (১৭) ও ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহসান উল্লাহ সরকার (৫৩)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস জাকিরকে চাপা দেয়। এলাকাবাসী তাকে প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকির ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তেজখালী এলাকার আবুল হোসেনের ছেলে।
অন্যদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুরে ট্রাকচাপায় নিহত হন আহসান উল্লাহ।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কাওসার জানান, রাতে বাসায় ফেরার সময় দুর্ঘটনায় আহত হন আহসান উল্লাহ।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।