উদযাপিত হচ্ছে খুশির ঈদ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫, ১২:১৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷
ঈদের এই উৎসবে বাঙালি মুসলমান ভুলে যায় সব ভেদাভেদ৷ সব শ্রেণির মানুষ এককাতারে ঈদের নামাজ পড়েন, করেন কোলাকুলি৷ তারপর সারদিন চলে খাবার দাবারসহ নানা আয়োজন৷ একমাস রোজা রাখার পর ঈদ আসে খুশি আর সাম্যের বারতা নিয়ে৷
ঈদে রাজধানীবাসীর অধিকাংশ মানুষই গ্রামে চলে গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে৷ আর যারা যেতে পারেননি তারাও হাল ছাড়েননি৷ কেউ কেউ ঈদের দিন সকালেও চেষ্টা করছেন কোন না কোন যানবাহণে চেপে গ্রামে যেতে৷ তবে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় এখন এখানে চিরাচরিত ট্রাফিক জ্যাম নেই৷ সড়কগুলো যেন সুনসান৷ তাই ট্রাফিক পুলিশও যেন কিছুটা বিশ্রাম পেয়েছে৷
আর এই ফাঁকা রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা৷ পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানান সে কথা৷ আর ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা রক্ষায় তারা মার্কেট ও অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গেও বৈঠক করছেন৷