সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫, ১২:০০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জতিন্দ্র দাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ ১৮ জুলাই শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জিতেন্দ্র স্থানীয় সচিন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে তেঘরি এলাকায় শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়কের পাশের গাছের শুকনো ডাল ভাঙছিলেন জিতেন্দ্র। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা জিতেন্দ্রকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বিষয়টি নিশ্চিত করেছেন।