বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫, ৭:০৬ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণভাগ এলাকায় ধলইছড়ার ওপর নির্মাণাধীন সেতুর পাশে বিকল্প যাতায়াতের জন্য নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় ১৫ জুলাই বুধবার সকাল থেকে এ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঈদে ঘরমূখী জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ নিয়ে দ্বিতীয় বারের মত বেইলি ব্রিজটি ভেঙে পড়ল।
জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে বড়লেখাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ধলই ছড়ার বিকল্প সেতু অতিক্রম করতে গিয়ে ট্রাকটি ব্রিজ ভেঙে নালায় পড়ে যায়। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ঈদে ঘরমুখী জনসাধারনকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে চলতি বছরের ১০ জুন বেইলি ব্রিজটি ভেঙে প্রায় ১৫ দিন এ সড়কে যানচলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত জানান, ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে দুইদিন সময় লাগতে পারে।