মৌলভীবাজারে রাজনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫, ১০:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শিশু রাজনের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে ‘প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন’র ব্যানারে এই মানববন্ধন কর্মর্সচি পালিত হয়। জেলা শিশু একাডেমির পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উদিচি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক নিলিমেষ ঘোষ বলু, প্রদীপ নাহা, জাহাঙ্গীর জয়েস ও মিটন দেবনাথ প্রমুখ।
বক্তারা ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অবিলম্বে রাজন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।