কমলগঞ্জে ঈদ উপলক্ষে অস্বচ্ছলদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫, ৯:১০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অস্বচ্ছল লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৩ জুলাই সোমবার বেলা সোয়া ১২টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রগতি সেবা সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল লোকদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মাধবপুর প্রগতি সেবা সংঘের আহ্বায়ক মো. আসহাবুর ইসলামের সভাপতিত্বে ও শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. পনিরুজ্জামান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, স্থানীয় মহিলা ইউপি সদস্য পত্রিকা রানী প্রধান প্রমুখ।