মৌলভীবাজারে আওয়ামীলীগের দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫, ৮:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিছবাউদ্দোজা ভেলাই, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।