কোম্পানীগঞ্জে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫, ৫:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে সোয়া ৪লাখ টাকার মদের চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোররাতে সীমান্তবর্তী কালাইরাগ এলাকা থেকে মদের চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মদের চালানে রয়েছে ২শ ৮৩ বোতল অফিসার চয়েস। তবে মাদক চোরাচালের সঙ্গে চারজন জড়িত থাকলেও তাদের আটক করা যায়নি।
অভিযানে নেতৃত্বদানকারী বিজিবি-৫ ব্যাটালিয়নের নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, উদ্ধার হওয়া মাদকের মূল্য আনুমানিক ৪লাখ ২৪ হাজার ৪শ টাকা হবে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের নাম জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।