ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
সুনামগঞ্জে চারটি বোমা মেশিন ধ্বংস, ৯ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫, ৫:০২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় চারটি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
শানিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ও সদর উপজেলা সহকারী কমিশনার মামুন খন্দকার এসব আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের আব্দুল আহাদের ছেলে আবুল মিয়া, একই গ্রামের আবুল ফজলের ছেলে রোমান, আব্দুল গণির ছেলে মোহন মিয়া, বাবুল মিয়া, মৃত আবুল কালামের ছেলে লিটন মিয়া, সমশের আলীর ছেলে ইব্রাহিম, আলকাছ মিয়ার ছেলে মোশাহিদ, সুরুজ আলীর ছেলে জহিরুল, জয়নাল আবেদীনের ছেলে শফিক লস্কর।
পুলিশ জানায়, ধোপাজান নদীতে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করার অভিযোগে ৯ জনকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে চারটি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
সুনামগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।