মৌলভীবাজারে প্রতিমা বিসর্জন ঘাটের পথ রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫, ৯:৩৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের চাঁদনিঘাট সেতু সংলগ্ন মনু নদ তীরবর্তী শহরের প্রতিমা বিসর্জনের একমাত্র ঘাটের পথ রক্ষার দাবিতে হিন্দু জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দিয়েছেন ।
আজ শনিবার সকাল এগারোটায় ‘মৌলভীবাজার পৌরসভা প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটি’র ব্যানারে চৌমুহনা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‘মৌলভীবাজার পৌরসভা প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটি’র আহ্বায়ক ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাড. মাখন লাল দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, প্রমথ রঞ্জন পাল, আশু রঞ্জন দাশ, অ্যাড. বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস সড়ক সংগলœ মনু নদীতে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জন ঘাট রয়েছে। তারা যুগ যুগ ধরে এখানে প্রতিমা বিসর্জন করে আসছেন। সেই প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখল করে মুক্তিযোদ্ধা সংসদ নতুন আরেকটি ভবন নির্মাণ করায় প্রতিমা বিসর্জন বাধাগ্রস্ত হবে। অবিলম্বে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখল মুক্ত করার আহ্বান জানান বক্তারা।
পরে একই দাবিতে চৌমুহনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি দেন প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির নেতৃবৃন্দ।