মালয়েশিয়া পাঠানোর নামে যুবক নিখোঁজ
রাজনগরে তাবলীগ জামাতে আত্মগোপনকারী ফরিদপুরের মানবপাচারকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০১৫, ১২:৪১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর থেকে এক মানবপাচাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর জেলার সালথা থানার মামলায় রাজনগর থানার পুলিশ মানব পাচারকারী আশরাফ ফকিরকে (৪৫) গ্রেপ্তার করে। তিনি তাবলীগ জামাতে আত্মগোপন করে ছিলেন। আজ সালথা থানার পুলিশ তাকে বুঝে নেয়।
গ্রেপ্তারকৃত আশরাফ ফকির সালথা থানার বিষ্ণুদি গ্রামের ইউসুফ ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সালথা থানার বাতাগ্রামের আলতাব মাতব্বরের ছেলে মো. রাকিব মাতব্বরকে মালোয়েশিয়া পাঠানোর জন্য মানবপাচারকারী আশরাফ ফকির (৪৫), ১লাখ টাকা নেন। গত এপ্রিল মাসের ৩০ তারিখ রাকিব মাতব্বরকে মালোয়োশিয়া পাঠানোর জন্য বাড়ি থেকে নিয়ে যায় আশরাফ। এর পর থেকে রাকিব মাতব্বরের আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এর কিছুদিন পর আশরাফ ফকির মো. রাকিব মাতব্বরের কাছে জানায় তার ছেলে থাইল্যান্ডের জঙ্গলে বন্দি আছে। তাকে মুক্ত করতে হলে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। তিনি ওই টাকা আর পরিশোধ করতে পারেননি। এদিকে ৩ মাস পেরিয়ে গেলেও এখনো তিনি তার ছেলের কোন সন্ধান পাচ্ছিলেন না। পরে গত ৭ জুলাই নিখোঁজ মো. রাকিব মাতব্বরের পিতা আলতাব মাতব্বর মানবপাচারকারী আশরাফ ফকিরকে প্রধান আসামী করে ৮ জনের নামে সালথা থানায় মামলা (নং ৪, ৭-৭-১৫) করেন। পরে সালথা থানার এসআই মো. জিল্লুর রহমানের তথ্যের ভিত্তিতে রাজনগর থানার এসআই আবুল হোসেন তাবলীগ জামাতের সঙ্গে আত্মগোপনে থাকা আশরাফ ফকিরকে গ্রেপ্তার করেন। আজ রাজনগরে সালথা থানার এসআই মো. জিল্লুর রহমান এসে আসামীকে নিয়ে যান।
মামলা তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই মো. জিল্লুর রহমান বলেন, মো. রাকিব মাতব্বর ৩ মাস ধরে নিখোজ রয়েছে। তার পিতারকাছে ৩লাখ টাকা মুক্তিপন চায় আশরাফ ফকির। এ ব্যাপারে মামলা হলে তাকে রাজনগর থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।