মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষিকা ও শিক্ষার্থীর পুরস্কা বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০১৫, ২:৪০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০১৪ শিক্ষাবর্ষের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষিকাদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে সহকারী পরিচালক শ্যামল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। মাঠ ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ ও মো. আজিজুল হকের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, মৌলভীবাজার জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাড. কিশোরী পদ দেব শ্যামল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, সকল ধর্মই সৎ পথে চলার জন্য বলা হয়েছে। মাঝে মাঝে ধর্ম নিয়ে কেউ কেউ অপব্যাখা করে এজন্য অনেক স্থানে বিভ্রান্তি সৃষ্টি হয়। তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যত মত তত পথ। ঈশ্বর এক ও অদ্বিতীয়।
তিনি আরও বলেন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে সকল শিক্ষক- শিক্ষিকাদের একযোগে কাজ করতে হবে। শিশুদের সঠিকভাবে জ্ঞান দিতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
অনুষ্ঠানে ৫জন শিক্ষিকা ও ১২জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।