রাজনগরে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০১৫, ৩:১৯ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইকারীদের কবলে পড়ে এক নারী এক লাখ ৩০ হাজার টাকা হারিয়েছেন। আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় ভাঙ্গারহাট সেতুর পাশে দুই মোটরসাইকেল আরোহী ওই নারীর গতিরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
জানা যায়, রাজনগর উপজেলার আকুয়া গ্রামের ফারুক আহমদের স্ত্রী আসমা বেগম উপজেলা সদরের মহাসহস্র গ্রামে তার বাবার বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে রিক্সায় করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। আকুয়া গ্রামের ভাঙ্গারহাট সেতুর পাশে এলে একটি মোটরসাইকেলে করে ২ ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
রাজনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।