কুলাউড়ায় টাস্কফোর্সের অভিযানে ৫টি করাতকল সিলগালা
প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০১৫, ৩:০৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে বনবিভাগ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অবৈধ করাতকলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ৫টি করাতকল সিলগালা করেছে ।
জানা যায়, উপজেলার কাদিপুর, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান চালায়। এতে হাজীপুর ইউনিয়নের পীরেরবাজারে ১টি, শরীফপুর ইউনিয়নের মানগাঁওয়ে তজমুল আলীর দুটি করাতকল এবং কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার থেকে চেরাগ আলীর একটি ও কিয়াতলা থেকে সোনাহর আলীর একটিসহ মোট ৫টি লাইসেন্সবিহীন করাতকল সিলগালা করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান টাস্কফোর্স অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান বনভূমি রক্ষার্থে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।