কমলগঞ্জে বাঁশ ও বেত শিল্পীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬ জুলাই ২০১৫, ৪:০৬ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে বাঁশ ও বেত শিল্পীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিমিয় সভা হয়। আজ সোমবার বেলা আড়াইটায় আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল গ্রামে এ মতবিনিময় সভা হয়েছে।
সমাজ সেবক ও লেখক আহমদ সিরাজের সভাপতিত্বে এবং সাংবাদিক সাব্বির এলাহীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক সঞ্জয় কান্তি দেব, অগ্রনী ব্যাংক ব্যবস্থাপক নিয়াজ মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় বাঁশ-বেত শিল্পীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনে বাঁশ ও বেত শিল্পের উন্নয়নে ব্যাংক ও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।