বিএনপি এদেশে আর মাথা খাড়া করে দাঁড়াতে পারবে না- সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০১৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বিএনপি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, সেজন্য অভিশাপ দিতে হবে, তারা যেন নিষ্পেষিত হয়, ধ্বংস হয়। বিএনপি আর মাথা খাড়া করে দাঁড়াতে পারবে না। খালেদা জিয়া যা দেখেন সব রঙিন চশমায় দেখেন ।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি শনিবার বড়লেখায় চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৬৫০ দুস্থ চা শ্রমিক পরিবারের মাঝে পরিবার প্রতি ৪৫ কেজি চাল, ১৫ কেজি করে আটা ও আলু, ৬ লিটার তৈল, ৬ কেজি ডাল, ৬ পিস সাবান, একটি করে শাড়ী ও লুঙ্গি বিতরণের অংশ হিসেবে নিউ সমনবাগ চা বাগানের ২৫০ শ্রমিক পরিবারে প্যাকেটজাত খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে খুবই আন্তরিক। একনেকের সভায় চা শ্রমিকদের দৈনিক মজুরী ২শ’ টাকা অনুমোদন করা হয়েছে। প্রতিটি চা বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। জুনিয়র স্কুল করার চিন্তাভাবনা চলছে। মন্ত্রী চা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে চায়ের উৎপাদন বাড়াতে হবে, গুনগত মান বাড়াতে হবে। মঞ্চে বাংলা ও হিন্দি ভাষায় বক্তব্যের শুরুতেই আনন্দে উদ্বেলিত মন্ত্রী চা শ্রকিদের কয়েকবার উলুধ্বনি ও প্রেমধ্বনি দিতে বলেন এবং ‘হাসতে হাসতে কাঁদতে শেখ, কাঁদতে কাঁদতে হাসতে শেখ’ গানসহ দুইটি গান পরিবেশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষন পাল, নিউ সমনবাগ চা বাগানের মহা-ব্যবস্থাপক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, দক্ষিণ ভাগ (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ন কালোয়ার প্রমুখ।