চীনের শেয়ার বাজারে ধস
প্রকাশিত হয়েছে : ৪ জুলাই ২০১৫, ২:৫৬ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
চীনের শেয়ার বাজারে মারাত্মক ধস অব্যাহত রয়েছে। সরকার বাজার চাঙ্গা করতে অনেক চেষ্টা চালালেও শুক্রবার একদিনেই শেয়ারের দর পড়ে গেছে আরও ছয় শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের শেয়ার বাজারে এই অস্থিরতার কারণে বিশ্বজুড়েই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
দরপতন ঠেকাতে চীনের সরকারি কোম্পানিগুলো বিপুল পরিমাণে শেয়ার কিনছে। কিন্তু তাতেও ধস ঠেকানো যাচ্ছে না।
চীন সরকার বলছে, শেয়ার বাজারে কোন কারসাজি চলছে কিনা সেটা তারা তদন্ত করে দেখবে।
চীনে গত এক এবছরে শেয়ার দাম হু হু করে বাড়ছিল। গত এক বছরে সেখানে শেয়ারের দাম প্রায় দ্বিগুন হয়ে গেছে।
কিন্তু গত মাসের শুরু থেকে শেয়ার বাজারে ধস নামতে শুরু করে।
ধারণা করা বিপুল অর্থ বাজারে বিনিয়োগের ফলেই চীনের শেয়ার বাজার গত এক বছরে ফুলে-ফেঁপে উঠেছিল বলে মনে করা হয়।
লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীও এই বাজারে মুনাফার লোভে ঋণ করে বিনিয়োগ করেছিলেন।এরকম বিনিয়োগকারীর সংখ্যা হবে কমপক্ষে নয় কোটি। এই বিনিয়োগকারীদের মধ্যে এখন আতংক তৈরি হয়েছে।