সন্ত্রাসী হামলার শিকার নিরীহ পরিবারকে কমলগঞ্জ ইউএনও’র নগদ অর্থ ও ঢেউটিন প্রদান
প্রকাশিত হয়েছে : ২ জুলাই ২০১৫, ৯:১০ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে শ্রীরামপুর গ্রামে বাড়িঘর ভাঙচুর, দফায় দফায় হামলা, লুটপাট ও গাছপালা কেটে পরিবার সদস্যদের নির্যাতনের পর নিঃস্ব হওয়া নিরীহ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেছেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কমকর্তা। গত ২৫ ও ২৬ জুন প্রকাশ্য দিবালোকে দু’দফা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার সরেজমিন পরিদর্শন করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ অনুদান ও ১ জুলাই দুপুরে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, তিনি সরকারি কাজে এলাকার বাইরে থেকে কমলগঞ্জে ফিরে মঙ্গলবার দুপুরে শ্রীরামপুর গ্রামে আক্রান্ত সালেহ আহমদের বাড়ি পরিদর্শন করেছেন। আক্রান্ত পরিবার সদস্যরা এখনও খোলা আকাশের নিচে বসবাস করছে বলে সে পরিবারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার নগদ পাঁচ হাজার (৫ হাজার) টাকা প্রদান করেন। আর ঘর নির্মাণের জন্য বুধবার দুপুরে সালে আহমদের স্ত্রী মুজিবুননেছার হাতে ৩ বান্ডিল ঢেউ টিন প্রদান করেন।
নির্বাহী কর্মকর্তা প্রতিক্রিয়া ব্যক্ত করে আরও বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। জমির বিরোদের বিষয়টিও সুষ্ঠু তদন্তক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেওয়া হবে।