সাপ্তাহিক পূর্বদিক- ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৫, ১০:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাপ্তাহিক পূর্বদিক- ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ জুন শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় সাপ্তাহিক পূর্বদিক এর সহযোগি সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব এর সঞ্চালনায় ও ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট এর পৃষ্ঠপোষক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুখ আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্বদিক এর সম্পাদক মুজাহিদ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক উমেদ আলী, এএসপি সদর সার্কেল আশরাফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমান মুজিব, সাংবাদিক সরওয়ার আহমেদ, আকমল হোসেন নিপু, অশোক কুমার দাস, হাসনাত কামাল, হুমায়েদ আলী শাহিন, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন, জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ আলিম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনাসভার পূর্বে অতিথিবৃন্দ দি স্টার কিন্টারগার্ডেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করেন।