ফরিদপুরে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫, ৮:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বুধবার রাতে বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, “তিনটি লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তাদের নাম ঠিকানা জানার জন্য আমরা আশেপাশের বিভিন্ন এলাকায় খবর পাঠিয়েছি। পরিচয় মিললে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সদর উপজেলার চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর জানান, সম্প্রতি রোজা শুরুর পর থেকে রাতে তারাবির নামাজের সময় এলাকা নির্জন হয়ে গেলে বেশ কয়েকটি বাসায় চুরি-ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের উৎপাতে স্থানীয়রা নিজেদের উদ্যোগেই এলাকায় পালা করে রাতজেগে পাহারার ব্যবস্থা করে। বুধবার রাতেও ১০/১৫ জনের সশস্ত্র একটি দল ডাকাতি করতে এলে পাহারায় থাকা লোকেরা টের পেয়ে সবাইকে খবর দেয়। পরে এলাকাবাসী একজোট হয়ে ওই ডাকাত দলকে ঘিরে ফেলে। এক পর্যায়ে অন্যরা পালাতে পারলেও তিনজন ধরা পড়েন। ক্ষুব্ধ বাসিন্দারা তাদের পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ জানান, “গণপিটুনির শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার হোসেন ইকু বলেন, ‘একটি চক্র’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এলাকায় ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে আসছিল।
ক্ষুব্ধ জনতা তাদের কয়েকজনকে ধরতে পেরে গণপিটুনি দিয়েছে। তাদের এমন মৃত্যু অনাকাঙ্ক্ষিত হলেও এলাকায় স্বস্তি ফিরেছে।