বিনা টিকেটে রেল ভ্রমণ
কুলাউড়ায় পারাবত ট্রেনে ৯ যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫, ১১:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়ায় বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে কুলাউড়া রেলওয়ে জংশনে বৃহস্পতিবার ৯ যাত্রীকে আটক করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কুলাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছলে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৯ যাত্রীকে আটক করা হয়। এসময় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৯ জনকে দুইশত টাকা করে ১৮ শত টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ৬ জন নগদ টাকা জরিমানা প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হয় এবং ৩ জন টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাদের আটক রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম, উপজেলা নির্বাহী কার্যালয়ের স্টোনো বিনয় চন্দ্র ও রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের মধ্যে ৩ জন যাত্রী জরিমানার টাকা দিতে ব্যর্থ হয়েছে। রাতে পুনরায় আদালত বসিয়ে তাদের দণ্ডের বিষয়টি নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে।