অপহৃত বিজিবি’র সদস্য রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫, ১০:১৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের মংডুতে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিজিবি প্রতিনিধিদলের পতাকা বৈঠক শেষে রাজ্জাককে ফেরত দেয়া হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, রাজ্জাককে নিয়ে বিজিবির প্রতিনিধিদল বেলা ৩টার দিকে বাংলাদেশে রওনা হয়েছেন।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ স্থলবন্দর ইমিগ্রেশন জেটি ঘাট থেকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দল মংডু রওনা হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে দেন ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ জুন বাংলাদেশের জলসীমায় দায়িত্বরত অবস্থায় বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে মিয়ানমারের বিজিপি। রাজ্জাককে ফিরিয়ে আনার ব্যাপারে মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে পতাকা বৈঠক হবে আজ। বৈঠকে যোগ দিতেই মংডু গেছেন বিজিবির প্রতিনিধিরা।
লে. কর্নেল আবু জার আল জাহিদ রওনা হওয়ার সময় জানান, পতাকা বৈঠকে যোগ দিতে মিয়ানমার যাচ্ছি। বৈঠক শেষে রাজ্জাককে নিয়ে ফিরে এসে বিস্তারিত জানানো হবে।