‘রমজানের পবিত্রতা রক্ষা ও নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে’— আলহাজ হাফিয সাব্বির আহমদ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ৮:৪৫ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
যুক্তরাজ্যের আবাডিন শাহ মোস্তফা জামে মসজিদে গত রোববার ইফতারের পূর্বে ‘পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও কুরআন তেলাওয়াত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ সৈয়দ ফারুক আহমদের সভাপতিত্বে ও ক্বারী মো. আবুল কালামের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন আবাডিন শাহ মোস্তফা জামে মসজিদের খতিব আলহাজ হাফিয সাব্বির আহমদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুমী মহসিনা অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ মো. চন্দন মিয়া, মাও. আব্দুল্লাহ চৌধুরী, হাফিয শায়েক আহমদ, হাজী মো. বাদশা মিয়া প্রমুখ।
প্রধান আলোচক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেন, মহিমান্বিত মাস পবিত্র রমজান মাস কৃচ্ছতা ও সংযমের শিক্ষা নিয়ে আসে। ইবাদত বন্দেগী ও সংযমের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। সিয়াম বান্দার গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে পাক সাফ করে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। লাইলাতুল কদরের মতো বুযুর্গ রাত্রি এ মাসেই বিদ্যমান। এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। প্রত্যেক মুসলমানকে রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে হবে এবং যাবতীয় নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে।