বাবা হলেন অপহৃত বিজিবি সদস্য রাজ্জাক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫, ৭:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সন্তান জন্মের ঘটনা যে কোন পরিবারে খুবই আনন্দের বিষয়। কিন্তু মিয়ানমার বাহিনীর হাতে আটক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাকের পরিবারে সেই পরিবেশ নেই।
রবিবার নাটোরের সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামে আব্দুর রাজ্জাকের স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন।
সন্তান ভূমিষ্ঠ হলেও আব্দুর রাজ্জাকের বাড়িতে কোন আনন্দ নেই। এক ধরনের শোকের পরিবেশ বিরাজ করছে। আব্দুর রাজ্জাকের পরিবারের সবাই উদ্বিগ্ন।
কারণ মিয়ানমার বাহিনীর হাতে আটক হবার পাঁচদিন পার হলেও এখন কোন খবর নেই। ছেলে ফিরে আসবে কিনা সেটি নিয়েও তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজিবি’র অপহৃত সদস্য আব্দুর রাজ্জাকের পারিবারিক সূত্রে জানা যায়, মিয়ানমার বাহিনীর হাতে আব্দুর রাজ্জাক অপহৃত হবার ঘটনা তার পরিবার সংবাদমাধ্যমের সাহায্যে জেনেছে। কিন্তু সরকারের দিক থেকে তাদের কিছু জানানো হয়নি।
পারিবারের সদস্যরা বলেছেন, প্রায় ২০ বছর আগে আব্দুর রাজ্জাক সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন।
বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবির সদস্য আবদুর রাজ্জাককে গত মঙ্গলবার টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা ধরে নিয়ে যায়। সেদিন দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলিতে বিজিবির অপর এক সদস্য আহত হন।
অপহৃত বিজিবি সদস্য আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ গত কয়েকদিন ধরে চেষ্টা চালালেও এখনো কোন অগ্রগতি হয়নি। এ নিয়ে দুদেশের সম্পর্কে টানাপোড়েনও দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার।