মৌলভীবাজারে ক্ষুদ্র পোলট্রি খামার রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫, ১১:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে বিদেশি কোম্পানি সিপি’র বাণিজ্যিকভাবে ব্রয়লার মোরগ উৎপাদন ও বাজারজাত বন্ধ করতে এবং ক্ষুদ্র পোলট্রি খামার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র পোলট্রি খামার রক্ষা কমিটি।
আজ ২২ জুন সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সিলেট ক্ষুদ্র পোলট্রি খামার রক্ষা কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রায় এক হাজার পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলার সময় বক্তব্য রাখেন সিলেট ক্ষুদ্র পোলট্রি খামার রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, কাওছার আহমদ শামীম, জাহিদুল হক, হাবিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন বিদেশি কোম্পানি সিপি এক দিনের ব্রয়লার ও লেয়ার বাচ্চা উৎপাদন ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রির অনুমোদন রয়েছে। কিন্তু তারা অনুমোদনের বাহিরে বাণিজ্যিকভাবে ব্রয়লার মোরগ উৎপাদন শেষে বাজারজাত করছে। ফলে ক্ষুদ্র খামারিরা তাদের উৎপাদিত মোরগ বিক্রি করতে না পেরে প্রতিদিন লোকশান গুনতে হচ্ছে। এ অবস্থায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা ক্ষুদ্র খামারগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠেছে। পোলট্রি শিল্পকে রক্ষায় মৌলভীবাজারে অবস্থিত সিপি কোম্পানির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ জানান পোলট্রি খামারিরা।