ছাতকে ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৫, ৫:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ধারালো ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় শনিবার বিকেলে পুলিশ ইতি টেলিকম থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ইতি টেলিকমের স্বত্বাধিকারী আমির উদ্দিন (৫৫), নূর উদ্দিন (২৪) ও সেলিম (২৫)।
ছাতক থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি শটগান, পাঁচটি রামদা, ১২টি লোহার পাইপ, ১৪টি লাঠি, তিন বস্তা পাথর উদ্ধার করা হয় উদ্ধার করে। আমির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ধারণা করছে সংঘর্ষের পরিকল্পনায় এসব অস্ত্র এখানে মজুদ করা হয়েছিল।