কুলাউড়ায় বিদেশি পিস্তলসহ দুই ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভজিাারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। তাদের নিকট থেকে পুলিশ জার্মানির তৈরি একটি পিস্তল, ৪টি রামদা, গ্রিল কাটার উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত দু ডাকাত হলো- পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের আয়ছর মিয়ার ছেলে দুলাল মিয়া (২৮) ও পৃথিমপাশা গ্রামের মৃত ফিরুজ মিয়ার ছেলে আলমাছ হোসেন (৪২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত একটার দিকে রবিরবাজার এলাকার পৃথিমপাশা গ্রামের পাশে ইটের ভাটার পাশে কয়েকজনকে বসা দেখে স্থানীয় পথচারিদের সন্দেহ হয়। পাড়া-প্রতিবেশীরা মিলে তাদের ধরতে গেলে দুলাল ও আলমাসকে পিস্তলসহ আটক করে। বাকি সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমানের নেতৃত্বে এসআই ওয়াসিম আল বারী, রফিক আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ ইটের ভাটা এলাকায় অভিযান চালিয়ে আরো ৪ খানা রামদা ও ডাকাতিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে।
কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটকের সত্যতা স্বীকার করেছন। তাদের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।