রাজনগরে প্রতিবেশীকে কুপিয়ে খুন
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল কাদির তরফদার (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশি আকতার মিয়া (৩২)। এ ঘটনায় আব্দুল মালিক (৫০) নামে একজন আহত হয়েছে।
আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজনগরের ক্ষেমসহস্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাদির তরফদার রাজনগরের একই গ্রামের মৃত কটন তরফদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আব্দুল কাদির ও আব্দুল মালিক প্রতিবেশী আকতার মিয়ার বাড়ির সামনে বসে আলাপ করছিল। এমন সময় আকতার মিয়া এসে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ও আহত আব্দুল মালিকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দোহা পিপিএম বিকেল ৫টায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আকতার মিয়াকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে রাজনগর থানায় এখনও মামলা হয়নি।