দিরাইয়ে নারী নির্যাতন মামলায় জামায়াত কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ১১:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দিরাইয়ে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াত কর্মী শায়েস্তা মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শয়েস্তা মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত হায়াত উল্লাহর ছেলে।
আজ ১৭ জুন বুধবার দুপুর ২টার দিকে দিরাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তা মিয়াকে গ্রেফতার করে। কয়েকদিন আগে যৌতুকের দাবিতে ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করেন শায়েস্তা মিয়াসহ তার পরিবারের সদস্যরা। এ ঘটনার পর ছোট ভাইয়ের স্ত্রী বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন। এ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রফতার করে।