টাঙ্গাইলে টিনবোঝাই ট্রাক খাদে, নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ৬:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ বুধবার ভোররাতে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শরীয়তপুরের রতন, ঢাকার কেরানীগঞ্জের শাহজাহান ও বিক্রমপুরের রফিক।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে । আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢেউটিন বোঝাই ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। মির্জাপুরের আছিমতলা এসে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়কের পাশে ২৫-৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহতরা ট্রাকের পেছনের অংশে যাত্রী হয়ে উঠেছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।