মামলা গ্রহণে আদালতের নির্দেশ
কমলগঞ্জে শিক্ষিকা ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ৫:৩২ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের পাহাড়ি রাস্তায় পান বোঝাই ট্রাক আটকে ডাকাতি ও স্কুল শিক্ষিকা ধর্ষণের ঘটনার মামলায় প্রধান আসামী গিয়াস উদ্দীনকে আদমপুর ইউনিয়নের আধকানী গ্রাম থেকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটিতে ধর্ষণ ও ডাকাতি ঘটনার জন্য দ্রুত বিচার আইনে একটি মামলা হিসাবে গ্রহন করায় আদালত দুটিকে পৃথক ভাবে মামলা গ্রহণের নির্দেশেনা দিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) বদরুল ইসলাম প্রধান আসামী গিয়াসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকের জিজ্ঞাসাবাদ করে বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঔদিন ডাকাতি, লুটপাট ও ধর্ষণ হয়েছে। থানা সব ঘটনাকে একটি মামলায় অন্তর্ভুক্ত করলে আদালত দুটি পৃথক মামলা হিসাকে গ্রহনের নির্দেশনা দিয়েছে আদালত ইন্সপেক্টরের মাধ্যমে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক ছুটিতে থাকায় এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। আদালতের নির্দেশনার উপর কাজ করা হবে।
উল্লেখ্য যে , গত ৩ জুন রাত ১০ টায় কর্মস্থল ডবলছড়া খাসিয়া পুঞ্জি থেকে নিজ বাড়ি শমশেরনগর ফেরার পথে ডাকাত আক্রান্ত হয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন এক শিক্ষিকা।