কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ১২:২৩ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ২টায় আলীনগর চা বাগান নাচঘর প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলীনগর সমাজকল্যাণ পরিষদের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক সাব্বির এলাহীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, আলীনগর চা বাগান সহকারী ব্যবস্থাপক আব্দুল মনির, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রামভজন কৈরী, আসিফ নিয়াজ রনি, বাংলাদেশ মনিপুরী আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র, সাধারণ সম্পাদক চন্দ্রন বাক্তি প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীনগর সমাজকল্যাণ পরিষদ সহ-সভাপতি সুমন কৈরী, সাধারণ সম্পাদক সজল কৈরী, শিক্ষার্থী রওশন আরা রুনী, প্রিয়া কৈরী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।