শ্রীমঙ্গলে জমি দখল নিয়ে সংঘর্ষ, সমাজকল্যাণ মন্ত্রীর ভাইসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫, ১২:০৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এলাকাবাসীর তোপের মুখে পড়েন সমাজকল্যাণ মন্ত্রীর ভাই ও তার সহযোগীরা। এ সময় সমাজকল্যাণ মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলীসহ আরো দুইজন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে সমাজকল্যাণ মন্ত্রীর ভাইয়ের ব্যবহৃত গাড়ি।
আজ ১৬ জুন মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় মৃত নলীনী দেবের নামে রেকর্ডকৃত ৭০ শতক ভূমির কিছু অংশে সীমানা প্রাচীর পরিবেষ্টিক কবর স্থান। সীমানা প্রাচীর ভেঙে কবরস্থানসহ পাশের জমি দখল নিতে যায় জনৈক শামীম গংরা। এ সময় সমাজকল্যাণ মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলী গাড়ি নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তখন বিক্ষুব্ধ গ্রামবাসী গোরস্থান রক্ষা করতে দখলবাজদের ধাওয়া করে। এ সময় উত্তেজিত গ্রামবাসী সমাজকল্যাণ মন্ত্রীর ভাইয়ের ব্যবহৃত (ঢাকা মেট্রো চ-১১-৭২২৯) গাড়ির উপর হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে গাড়িতে থাকা সমাজকল্যাণ মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলীসহ তিন জন আহত হন।
গ্রামবাসীরা জানান, গোরস্থান দখলকারীদের পক্ষে তিনি ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তার গাড়ি ভাঙচুর করে।
মন্ত্রীর ভাই সৈয়দ লিয়াকত আলী জানান, তিনি বিষামনি এলাকায় জমি দেখে ফেরার পথে রাধানগর লিচু বাড়ি এলাকায় আসলে গ্রামবাসীরা অতর্কিতে হামলা চালিয়ে গাড়ি ভেঙ্গে তাকে আহত করে।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।