ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫, ৮:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ ১৬ জুন মঙ্গলবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোণা জেলার রানীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর, সিলেট থেকে বালু নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাওয়ার পথে খিলপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়।
এ সময় ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক বালু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।