ময়মনসিংহে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭, আহত ৫
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫, ১০:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ময়মনসিংহের মুক্তাগাছায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের ৬জনসহ ৭যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে বারটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের লেংড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পাইকড়া গ্রামের একই পরিবারের জয়নাল আবেদীন,আ. ছালাম, তার মা নবীরন বেওয়া , তুফানিয়া , আবুল কাশেম, ইকবাল হোসেন ও সিএনজি অটোরিকশার চালক মন্টু মিয়া।
আহতরা হলেন- জমশেদ, মাসুদ, লুৎফর ও মনোয়ারা।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কালিবাজার থেকে মুক্তাগাছাগামী অটোরিকশাটির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোর চার আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুই গাড়ির আরও পাঁচজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহত অন্য তিনজনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।