গোলাপগঞ্জে বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫, ৮:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বর্তমান সরকারের আমলে গতানুগতিক শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে আধুনিক শিক্ষাব্যবস্থার প্রচল করা হয়েছে। নতুন প্রজন্ম যাতে জ্ঞান, দক্ষতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশ গড়তে পারে সেই লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রায় একশত বছর থেকে আলিম ওলামাদের দাবী ছিল একটি আরবি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বর্তমান সরকার তা পূরণ করছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গতকাল রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা, চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগসহ সার্বিকভাবে অনেক উন্নত হয়েছে। চিকিৎসার অভাবে আর যাতে কোন মানুষ মৃত্যু বরন না করে সেই জন্য প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা, মাতৃকালীন ভাত প্রদান করছে বর্তমান সরকার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আরজমন্দ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আফজাল হোসেন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, সিলেট শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম প্রমুখ।