মুজিব ইরম পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ৭:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন কবি, গল্পকার মুজিব ইরমসহ তিনজন। পুরস্কারপ্রাপ্ত অপর দুই লেখক হলেন সুস্মিতা ইসলাম ও হরিশংকর জলদাস।
গতকাল ১২ জুন শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে ২০১৪ সালে প্রকাশিত থেকে নির্বাচিত তিনটি বইয়ের লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২০১৪ সালে প্রকাশিত বইয়ের মধ্য থেকে তিনটি শাখায় শ্রেষ্ঠ বিবেচনায় তাদের এ পুরস্কার দেওয়া হয়। সুস্মিতা ইসলাম তার লেখা ‘আমার দিনগুলি’ নামের আত্মজৈবনিক গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শাখায় পুরস্কার পান। হরিশংকর জলদাস তার ‘প্রতিদ্বন্দ্বী’ উপন্যাসের জন্য কবিতা ও কথাসাহিত্য শাখায় পুরস্কার পেয়েছেন। মুজিব ইরম তার ‘কবিবংশ’ কাব্যগ্রন্থের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন। পুরস্কৃত তিনটি বইয়ের মধ্যে ‘আমার দিনগুলি’ বেঙ্গল ফাউন্ডেশন, ‘প্রতিদ্বন্দ্বী’ মাওলা ব্রাদার্স এবং ‘কবিবংশ’ ধ্রুবপদ থেকে প্রকাশিত হয়েছে।
এ পর্যন্ত মুজিব ইরমের ১১টি কাব্যগ্রন্থ, একাধিক উপন্যাস প্রকাশিত হয়েছে।