মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ১০:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে সন্তোষ কর্মকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল ১২ জুন শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, বিকালে সাইকেল নিয়ে নোয়াপাড়া থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সন্তোষ কর্মকার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা সদরে তিতাস হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।