জীবাশ্মে মিলল ডাইনোসরের রক্ত নমুনা
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক ::
প্রায় সাড়ে সাত কোটি বছরের পুরোনো এক জীবাশ্মের মধ্য থেকে পাওয়া গেল পৃথিবী থেকে বিলুপ্তি হওয়া ডাইনোসরের রক্তের নমুনা৷ সম্প্রতি লন্ডনের ইম্পিরিয়াল কলেজের একদল গবেষক এই নমুনার সন্ধান পেয়েছেন৷
রজন নামক এক ধরনের দ্রবণে আটকে যাওয়া একটি মশার শরীর থেকে ডাইনোসরের রক্তের নমুনা নিয়ে তা থেকে ডিএনএ বের করে নতুন করে ডাইনোসর সৃষ্টির পরিকল্পনা করে সফল হয়েছিলেন ইনজেন বায়ো ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মধার জন হ্যামন্ড৷ ২২ বছর আগে এমন গল্প নিয়েই তৈরি হয়েছিল দুনিয়া কাঁপানো সিনেমা জুরাসিক পার্ক৷ এভাবে মশার জীবাশ্ম থেকে ডাইনোসরের রক্ত নিয়ে কি আদৌ তৈরি করা যেতে পারে অতিকায় ওই সরীসৃপ?
হয়তো আজ এর জবাব দিতে পারবেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের গবেষকরা৷ জীবাশ্মে পরিণত হওয়া ডাইনোসরের একটি থাবা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেন পাথর হয়ে যাওয়া হাড়ের মধ্যে ডাইনোসরটির লোহিত রক্তকণিকা ও প্রোটিন জাতীয় পদার্থের বেশ কিছু নমুনা সংরক্ষিত অবস্থায় রয়েছে৷
নতুন পাওয়া নমুনা পূর্বের তুলনায় ভিন্ন বলে মন্তব্য করে গবেষকদলের সদস্য সুজানা মেডমেন্ট জানিয়েছেন, অতীতেও ডাইনোসরের জীবাশ্ম থেকে এমন নমুনা পাওয়া গিয়েছে৷ তবে, এক্ষেত্রে রক্তের যে নমুনা মিলেছে তেমন আগে কখনও পাওয়া যায়নি৷ ডাইনোসরের এই জীবাশ্মটি লন্ডন জাদুঘরে একশো বছরেরও বেশি সময় ধরে রয়েছে৷