রাজনগরে চাবাগানে টিলা ধসে শিশু নিহত, আহত ২
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৫, ৯:৩০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে করিমপুর চা বাগানে টিলা ধসে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো ২ জন আহত হয়েছেন। আহতদের শমসেরনগর ডানকান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘঠে শুক্রবার ভোর রাত ৪ টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর চা বাগানের উত্তরলাইন এলাকায় টিলার পশে ঘর নির্মাণ করে বাগান শ্রমিক মন্টু রায়সহ কয়েকটি পরিবার বাস করে। শুক্রবার ভোর রাত ৪টার সময় আকস্মিকভাবে ওই টিলার একটি অংশ ধসে পড়ে শ্রমিক মন্টু রায়ের পাকা বসত ঘরের উপর। এতে ধসে পড়া টিলার মাটি ঘরের দেয়াল ভেঙে তাদের চাপা দেয়। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই মন্টু রায়ের শিশুকন্যা রিয়া রায় (৭) নিহত হয়। আহত হন মন্টু রায় (৪৫) ও তার মেয়ে মাধবী রায় (১০)। আহত মন্টু রায় ও মাধবী রায়কে কমলগঞ্জের ডানকান-ক্যামেলিয়া ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
ঘটনাস্থল পরির্দশনকারী রাজনগর থানার থানার এএসআই মো. রফিকুল ইসলাম বলেন, ঘরের পূর্ব পাশের টিলা ভারি বর্ষণে ধসে ঘরের দেয়াল ভেঙে মাটি চাপা পড়ে শিশুটি নিহত হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।